দেশজনতা অনলাইন : নারী কেলেঙ্কারির অভিযোগে ওএসডি হওয়া জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তদন্ত কমিটি আহমেদ কবীরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করে প্রতিবদন জমা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. মনির উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
গত আগস্টে জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরের অফিসের খাস কামরায় তার সঙ্গে এক অফিস সহকারীর অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সারা দেশে তোলপাড় সৃষ্টি হলে ২৫ আগস্ট জেলা প্রশাসকের পদ থেকে আহমেদ কবীরকে সরিয়ে ওএসডি করা হয়। এই অভিযোগে তার বিরুদ্ধে মন্ত্রিপরিষদ বিভাগ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।
মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমানের নেতৃত্বে গঠিত ওই তদন্ত কমিটি জামালপুর ঘুরে এসে গত ২২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিবেদন দেয়। সাবেক ডিসির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্ত প্রতিবেদনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়। এর ভিত্তিতে আহমেদ কবীরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।