২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৩

মায়ের জানাজায় অংশ নিতে মামুনের প্যারোলের আবেদন

মায়ের জানাজার অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছেন অর্থপাচার মামলায় সাজাপ্রাপ্ত তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। বুধবার মামুনের ভাই জামাল উদ্দিন রুমি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনটি করেন।

আবেদনে বলা হয়েছে, ‘আমার মা হালিমা খাতুন ৯৩ বছর বয়সে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বুধবার ভোরে মারা গেছেন। আমি (জামাল উদ্দিন রুমি) ও ভাই-বোনের পক্ষ থেকে আবেদন করছি, আমার ভাই গিয়াসউদ্দিন আল মামুনকে ২০০৭ সালের ৩১ জানুয়ারি যৌথবাহিনী কর্তৃক গ্রেপ্তার হন। তাকে দীর্ঘদিন অজানা স্থানে অবরুদ্ধ রেখে ওই বছরের ২৬ মার্চ ক্যান্টনমেন্ট থানায় মামলা দেখিয়ে গ্রেপ্তার দেখানো হয়। সকল মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেলেও একদিনের জন্যও তাকে জামিন ভোগের সুযোগ পাননি। পিডব্লিউ ইস্যু থাকায় কারা কর্তৃপক্ষ তাকে জেলহাজত থেকে মুক্তি দেয়নি।’

আবেদনে আরও বলা হয়, ‘আমার ভাই গিয়াস উদ্দিন আল মামুন দীর্ঘ ১৩ বছর জেলহাজতে থাকলেও কোনদিন জেল কোড ভঙ্গ করেননি। তাই আমার মাকে শেষ দেখা, জানাজা ও দাফনে উপস্থিত থাকার জন্য আমার ভাইকে জেল থেকে মুক্তির (প্যারোল) আবেদন করছি।’

লন্ডনে অর্থ পাচার মামলায় গত ২৪ এপ্রিল মামুনের সাত বছর কারাদণ্ড দেয় ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন। একইসঙ্গে তার ১২ কোটি টাকা অর্থদণ্ডও করা হয়।

এটি ছাড়াও অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আগে মামুনের ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। আরও একটি অর্থপাচার মামলায় মামুনের কারাদণ্ড হয়েছে সাত বছর। এছাড়া জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ১৩ বছর কারাদণ্ড হয় তারেক রহমানের ব্যবসায়িক এই বন্ধুর।

প্রকাশ :সেপ্টেম্বর ২৫, ২০১৯ ৩:০৯ অপরাহ্ণ