ওয়ারী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনুর রশিদ এবং এক যুবলীগকর্মীর বাসায় অভিযান পরিচালনা করছে র্যাব। দুটি বাসার ৪টি সিন্দুক থেকে ৪ কোটি টাকার বেশি বান্ডিল উদ্ধার করা হয়।
মঙ্গলবার দুপুরের পর সূত্রাপুরে রশিদের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনি বাসায় ছিলেন না। অন্য বাড়ির দ্বিতীয় তলায় বিভিন্ন আসবাবপত্রে অভিযান চালাতে গিয়ে দুটি সিন্দুক পাওয়া যায়। সেখান থেকে ৫০০ ও ১ হাজার টাকার বিপুল পরিমাণ বান্ডিল উদ্ধার করা হয়।
র্যাবের অপর একটিদল গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুলের বিশ্বস্ত ও যুবলীগকর্মী আবুল কালাম আজাদের বাসায় অভিযান পরিচালনা করে। এখানে দুটি গোপন সিন্দুকে আরো প্রায় ২ কোটি টাকা পাওয়া যায়।
র্যাব কর্মকর্তারা দাবি করছেন, উদ্ধার হওয়া টাকাগুলোর উৎস কি তা তদন্ত করা হবে। অভিযানে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে মঙ্গলবার দুপুরে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল শাফিউল্লাহ বুলবুল বলেন, ‘পুরান ঢাকার এই ৪ জন ক্যাসিনোর টাকা গোপন সিন্দুকে রেখেছেন। তবে এনামুল তার সিন্দুকে টাকার পরিবর্তে স্বর্ণ রাখেন।’