১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০২

চার ক্লাবে বিপুল পরিমাণ ক্যাসিনো সামগ্রী

 ঢাকার মতিঝিল ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অবৈধ ক্যাসিনো সামগ্রী জব্দ করা হয়। ক্লাবগুলো হলো- আরামবাগ, মোহামেডান, ভিক্টোরিয়া ও দিলকুশা ক্লাব।

মতিঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক জানান, ভিক্টোরিয়া ক্লাবে দুই বোতল বিদেশি মদ ও ক্যাসিনো সামগ্রী পাওয়া গেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, রোববার দুপুরের পর থেকে এ অভিযান শুরু হয়। ক্লাবগুলোতে ক্যাসিনো রয়েছে বলে প্রাথমিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২২, ২০১৯ ৫:৫৭ অপরাহ্ণ