১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১২:৫৬

দিনাজপুরে ঘুরতে গিয়ে পানিতে ডুবে তিন শিক্ষার্থীর মৃত্যু

হাবিপ্রবি প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের আশুরার বিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। নিহতদের মধ্যে দুজন হাজী মুহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) এবং অপরজন দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ খালেদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

প্রক্টর জানান, শিক্ষার্থীরা হলেন—হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের হাসনাত দিপ্ত, ফিশারিজ বিভাগের ১৭তম ব্যাচের মোহাম্মদ রাফিদ ইসলাম এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফারিয়া আক্তার মৌ। আহতরা হলেন—হাবিপ্রবির ছাত্র মনোয়ার হোসেন ও অন্তু মিয়া।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৯ ৬:৩৮ অপরাহ্ণ