১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ভোর ৫:৫৯

মেলানিয়ার কাঁচি

আন্তর্জাতিক ডেস্ক : প্রবাদ আছে বারো হাত কাঁকুড়ের তেরো হাত বিচি। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে এক অনুষ্ঠানে হয়তো মনে মনে সেই প্রবাদটি আওড়াতে হয়েছে।

ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন মনুমেন্টের সংস্কার কাজ শেষে এর পুনঃউদ্বোধন করতে গিয়েছিলেন মেলানিয়া। ফার্স্ট লেডির দুই পাশে তখন ফিতা হাতে দাঁড়িয়েছিল শিশুরা। সেই ফিতা কাটতে অনুষ্ঠানের আয়োজকরা মেলানিয়ার হাতে ধরিয়ে দেন ঢাউস সাইজের একটি  কাঁচি। বিপত্তি বাধে তখনই। কয়েক বার চেষ্টার পরও ফিতা কাটতে পারলেন না মেলানিয়া। অবশ্য ততক্ষণে দুই পাশে থাকা শিশু ও মার্কিন কর্মকর্তারা ফিতার দুই প্রান্ত কেটে দিয়েছেন। লেগে থাকা ফিতার খন্ডিত অংশসহ কাঁটিটি তখন ব্রিবত মেলানিয়া ফিরিয়ে দেন পাশে থাকা কর্মকর্তার হাতে।

প্রকাশ :সেপ্টেম্বর ২১, ২০১৯ ৩:০৬ অপরাহ্ণ