গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল খান বলেন, রাত সাড়ে ১১টার দিকে ১৭/১ নিউ ইস্কাটন গার্ডেনের নয় তলা ভবন থেকে লাফিয়ে আহত হন আলমগীর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান উপসচিব আফসানা বিলকিছসহ অনেকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে জানতে উপসচিব আফসানা বিলকিছের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
জানতে চাইলে রমনা মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক নিশাত জাহান ঢাকাটাইমসকে বলেন, ‘ আলমগীর নয় তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন বলে আমরা শুনেছি। এ ঘটনায় রমনা মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন উপপরিদর্শক আনিস সোহেল।