১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:৫৫

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। শুক্রবার সখীপুর এবং কালিহাতী উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা যায়, টাঙ্গাইলের সখীপুরে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে আলেয়া আক্তার (৩৫) নামে এক নারী নিহত হন। এ ঘটনায় সিএনজির আরও ৫ যাত্রী আহত হন। শুক্রবার সকালে উপজেলার কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, কালিহাতীতে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার সল্লায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিবরিয়া (৩২) উপজেলার সল্লা ইউনিয়নের ভাওয়াল গ্রামের মৃত কাশেম মিঞার ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পারিবারিক সূত্রে জানা যায়, কিবরিয়া সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী উপজেলার সল্লায় রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সে গুরুতর আহত হলে তাকে উদ্ধার টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৬:১৮ অপরাহ্ণ