১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২১

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বিয়ারকটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার বেলা সোয়া ২টার দিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর পোপায়ানের কাছে এই দুর্ঘটনা ঘটে।

পোপায়ান শহরের মেয়র সিজার গোমেজ বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

রয়টার্স জানিয়েছে, ‘বিমানটি স্থানীয় একটি ছোট কোম্পানির মালিকানাধীন। উড্ডয়নের কয়েক মিনিট পরই এটি বিধ্বস্ত হয়। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই যাচ্ছিল।’

ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, ‘দুর্ঘটনার সময় বিমানটিতে নয়জন আরোহী ছিলেন। দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনো জানা যায়নি। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।’

প্রকাশ :সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১:৪১ অপরাহ্ণ