দেশজনতা অনলাইন : রাজধানীর মিরপুরে অবস্থিত ঢাকা কমার্স কলেজে কোচিংয়ের নামে প্রতি বছর ১২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
রোববার এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাউশি।
চিঠিতে ঢাকা কমার্স কলেজে ‘টিউটোরিয়াল কোচিং প্রোগ্রাম’ এর নামে প্রতিবছর ১২ কোটি টাকার দুর্নীতির বিষয়ে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের প্রধানকে দায়িত্ব দেয়া হয়েছে।
চিঠিতে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানটি সরেজমিনে পরিদর্শনের পর অভিযোগগুলো তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে।
প্রসঙ্গত, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠির পরিপ্রেক্ষিতে মাউশি এমন নির্দেশ দেয়।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

