২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১০

পদত্যাগ না, সরকার গঠনে রানির কাছে যাচ্ছেন তেরেসা মে

অনলাইন ডেস্ক:

একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও পদত্যাগে রাজি নন প্রধানমন্ত্রী তেরেসা মে। তাই জোট গড়ে ফের সরকার গঠনের উদ্যোগ নিয়ে অনুমতি চাইতে যুক্তরাজ্যের রানি এলিজাবেথের বাসভবন বাকিংহ্যাম প্যালেসে রওনা করেছেন তিনি।

তেরেসার দল ডেমক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নেয়ার পর রানির অনুমতি চাওয়ার এ উদ্যোগ নেন তিনি।

যুক্তরাজ্য পার্লামেন্টের ৬৫০টি আসন রয়েছে। সরকার গঠন করতে হলে ৩২৬ আসন প্রয়োজন হয়।

কিন্তু এ পর্যন্ত প্রকাশিত ৬৪৯টি আসনের মধ্যে তেরেসা মে’র কনজারভেটিভ পার্টি ৩১৮ আসন এবং প্রধান প্রতিদ্বন্দ্বী লেবার পার্টি ২৬১ আসন পেয়েছে।

এছাড়া লিবারেল ডেমোক্রেটরা ১২টি, স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ৩৫টি আসন পেয়েছে। কম প্রয়োজনীয় অন্য দলগুলো বাকি ১৩ আসন পেয়েছে।

সরকার গঠন করতে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করতে ১০ আসনে বিজয়ী ডিইউপি সমর্থন দেবে বলে আশাবাদী তেরেসা মে’র দল।

এ আশাতেই প্রধানমন্ত্রী তেরেসা রানি এলিজাবেথের সঙ্গে দেখা করতে উদ্যোগী হন। স্থানীয় সময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রানির সঙ্গে দেখা করার কথা রয়েছে তেরেসা।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৯, ২০১৭ ৫:৩৮ অপরাহ্ণ