২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে টঙ্গীতে আরএফএল কর্মকর্তা নিহত

দেশজনতা অনলাইন : গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরএফএল’র কর্মকর্তা কামরুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন। তিনি আরএফএলল’র সিলেটে আঞ্চলিক ব্যবস্থাপক হিসেবে কমর্রত ছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর রাতে টঙ্গীর কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে।টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন জানান, শনিবার ভোর রাতে সাড়ে ৪টার দিকে কামরুল ইসলাম সিলেট থেকে অফিসের কাজে টঙ্গী কলেজ গেট এলাকায় আসেন। বাস থেকে নামার পর ছিনতাইকারীরা তার হাতে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা তার বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। সকালে কলেজ গেট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ নিহতের শার্টের পকেটে থাকা কাগজপত্র দেখে তার পরিচয় শনাক্ত করে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসার পর মামলা রুজু হবে।

প্রকাশ :সেপ্টেম্বর ৭, ২০১৯ ১২:৫০ অপরাহ্ণ