১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

শিক্ষকদের সন্মানে ‘বখাটে স্টাইল’র চুল কাটাতে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুঝাতে সক্ষম হয়েছে এভাবে চুল স্টাইল করে কাটানো ঠিক না। ছেলেদের চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয় বখাটে স্টাইলের চুল কাটা। সবচেয়ে বড় কথা হলো, ছাত্ররা শিক্ষকদের সন্মানে সাড়া দিয়ে চুল কাটাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে। প্রায় অর্ধশত ছাত্রের চুল কাটানো হয়েছে। কোন ছাত্রের কাছ থেকে টাকা পয়সাও নেয়া হয়নি।

মাথার দুই পাশে খালি রেখে মাথার তালুতে বিদঘুটে স্টাইলের চুল রাখা এক ছাত্র জানান, আমি একজন পপস্টারের মডেলে চুল রেখেছি। স্যার আমাকে বলেছেন, এভাবে চুল রাখলে খারাপ দেখায়। মানুষের মাঝে আমার এবং বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। স্যাররা বলেছেন, তাই কেটে ফেলেছি।

বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক গোলাম মাওলা জানান, ক্লাশে গেলে শিক্ষার্থীদের বিদঘুট চুল কাটা অবস্থায় দেখতে খারাপ দেখায়। আমরা ছাত্রদের প্রেরণা জুগিয়েছি, চুলে এভাবে রঙ মাখলে তোমাদের বখাটে দেখায়। মানুষের মাঝে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়।

রামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক মেয়র বেলাল আহম্মেদ বলেন, আমরা অবাক হয়েছি ছাত্রদের আন্তরিকতা দেখে। ছাত্রদের আমরা অনুপ্রেরণা দিয়েছি, তারাও বুঝতে পেরেছে এভাবে চুল কাটা ঠিক না। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান ফিরিয়ে আনার বিকল্প নেই। ছাত্রদের দেখাতে হবে ভদ্র-নম্র ও স্মার্ট। এভাবে চুল রাখা ধর্মীয়ভাবেও দৃষ্টিকটু।

প্রকাশ :সেপ্টেম্বর ৪, ২০১৯ ৬:০৩ অপরাহ্ণ