১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৩

বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ঢল

দেশজনতা অনলাইন : বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে এরই মধ্যে হাজার হাজার নেতাকর্মী জড়ো হয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। লোকে লোকারণ্য হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। ফকিরাপুল মোড় থেকে কাকরাইল পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

এ ছাড়া নয়াপল্টনের আশপাশের গলিতেও কয়েক হাজার নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। র‌্যালিতে অংশ নিয়ে অনেকে দুপুর ১২টা থেকেই কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে এসে অবস্থান নিয়েছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখর পুরো এলাকা।

দুপুর ১২টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টন বসতে থাকেন নেতাকর্মীরা।

আড়াইটা নাগাদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিএনপি অফিসের সামনের ভিআইপি সড়ক।

ট্রাক দিয়ে বানানো মঞ্চ থেকে আগত মিছিলকে অভিনন্দন জানানো হচ্ছে। সবার হাতে খালেদা জিয়ার মুক্তি চাই লেখা ব্যানার-ফেস্টুন শোভা পাচ্ছে।

অস্থায়ী মঞ্চে এসে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন নবী খান সোহেল, যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ।

মির্জা ফখরুলের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে র‌্যালিটি। এটি নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হওয়ার কথা।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। দিনটি উপলক্ষে দলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেয়া হয়।

রোববার ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।

বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। জেলা বিভাগীয় পর্যায়েও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

প্রকাশ :সেপ্টেম্বর ২, ২০১৯ ৪:০৩ অপরাহ্ণ