১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৯

সাভারে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

দেশজনতা অনলাইন : সাভারে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩১ আগস্ট) দুপুরে পৌর এলাকার একটি পরিত্যক্ত কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে পৌর এলাকার পরিত্যক্ত কক্ষে এক যুবকের লাশ দেখতে পান স্থানীয়রা। বিষয়টি থানায় জানানো হলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যুবককে ৪-৫ দিন আগে হত্যা করা হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।’
প্রকাশ :আগস্ট ৩১, ২০১৯ ৫:৩২ অপরাহ্ণ