খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ জানান, শুক্রবার দিবাগত রাতে আগুনে দগ্ধ খোকন মিয়া ও তার স্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান। খোকনের স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোকন মিয়ার লাশ তার নিজ বাড়িতে আনা হয়েছে। বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম জানান, এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় খোকন ও তার স্ত্রী জুঁই বেগম দগ্ধ হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

