২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১০:১৫

সিলিন্ডার লিকেজের আগুনে দগ্ধ স্বামীর মৃত্যু, স্ত্রী ঢামেকে

দেশজনতা অনলাইন : গাইবান্ধা সদরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন লাগার ঘটনায় দগ্ধ খোকন মিয়া (৫০) শনিবার (৩১ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। তার দগ্ধ স্ত্রী জুঁই বেগমকে (৪৩) উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) রাত ২টার দিকে এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে খোকন মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম এসব কথা জানান।খোকন মিয়া গাইবান্ধার সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথেরবাজার এলাকার মতিয়ার রহমান বাদশার ছেলে।

খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সামাদ আজাদ জানান, শুক্রবার দিবাগত রাতে আগুনে দগ্ধ খোকন মিয়া ও তার স্ত্রীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় খোকন মিয়া মারা যান। খোকনের স্ত্রী জুঁই বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খোকন মিয়ার লাশ তার নিজ বাড়িতে আনা হয়েছে। বাদ আসর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আমিরুল ইসলাম জানান, এলপি গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ সময় ঘুমন্ত অবস্থায় খোকন ও তার স্ত্রী জুঁই বেগম দগ্ধ হন। এলাকাবাসী ও ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিভিয়ে স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

প্রকাশ :আগস্ট ৩১, ২০১৯ ৫:০৬ অপরাহ্ণ