আন্তর্জাতিক ডেস্ক : পাাকিস্তানে একটি সেতু ধসে যাত্রীবাহী জিপ গাড়ি নদীতে পড়ে অন্তত ২৪ জন নিহত হয়েছে। শুক্রবার বিকেলে আপার কোহিস্তানের কান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। নিহতরা সবাই একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন।
আপার কোহিস্তানের প্রধান বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা আহসানুল হক বলেন, ‘ব্রিজটি ধসে পড়ার পর একই উপজাতিভুক্ত ২৪ জন পানিতে তলিয়ে যায় এবং তাদের জিপটি পানির স্রোতে ভেসে যায়।’
স্থানীয় বাসিন্দারা জানান, মৃতদেহগুলো স্রোতের টানে ভেসে যাচ্ছিল। পরে স্থানীয়দের চেষ্টায় এগুলো উদ্ধার করা হয়।
আহসানুল হক জানান, ধসে যাওয়া সেতুটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং অতিরিক্ত যাত্রীবাহী জিপটির ভার সহ্য করতে না পেরে এটি ধসে যায়।