বিনোদন প্রতিবেদক: বলিউডের অন্যতম আবেদনময়ী তারকা সানি লিওন। বাংলাদেশের ‘বিক্ষোভ’ সিনেমার আইটেম গানে নাচবেন তিনি। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কোনাল। সিনেমাটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি।
প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এ গানের সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। সম্প্রতি কলকাতার একটি স্টুডিওতে গানের রেকর্ডিং শেষ হয়েছে। এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘গানের কথাগুলো অনেক সুন্দর। গানটি মূলত পার্টি সং। আমাদের দেশে বিভিন্ন অনুষ্ঠানে বিদেশি গান বাজিয়ে সবাই আনন্দ প্রকাশ করেন। আমার মনে হয় যেকোনো উৎসবে সবাই এই গানটি বাজাবেন এবং আনন্দ করবেন।’
আগামী ১ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে গড়ে উঠেছে গল্প। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তবে নায়কের ভূমিকায় কাকে দেখা যাবে, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা বা প্রযোজক কেউই। আগামী ৯ সেপ্টেম্বর মুম্বাইয়ে এই গানের দৃশ্যধারণ করা হবে। গানটির কোরিওগ্রাফি করবেন বলিউডের কোরিওগ্রাফার পাবন ও বব।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

