২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৯

বারান্দায় বাবা, মেঝেতে ছেলের লাশ

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর টঙ্গী হাজীবাড়ি এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত তিনটার দিকে ওই বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।

প্রাণ হারানো দুইজন হলেন আবদুল হালিম এবং তার আট বছর বয়সী ছেলে মোহাম্মদ নোমান। তবে তাদেরকে কেউ খুন করেছে কিনা এই বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলতে পারছে না পুলিশ। আব্দুল হালিমের গলায় ফাঁস লাগানো ছিল।

আবদুল হালিম ফুটপাতে মসলার ব্যবসা করতেন। তিনি পরিবার নিয়ে স্থানীয় শাহজাদা আলমের বাড়ির পাঁচতলায় ভাড়া থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর বেলাব থানার বটেশ্বর গ্রামে।

স্থানীয়দের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, আবদুল হালিম স্ত্রী ও চার সন্তান নিয়ে টঙ্গীর হাজীবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। মঙ্গলবার রাত তিনটার দিকে হালিমের স্ত্রী চিৎকার দেন। তার চিৎকারে পাশের অন্যান্য ভাড়াটিয়ারা ছুটে গিয়ে ঘরের মেঝেতে ছেলে নোমানকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। আর বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় আবদুল হালিমকে ঝুলতে দেখেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি আরও জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

প্রকাশ :আগস্ট ২৮, ২০১৯ ৪:৪০ অপরাহ্ণ