১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

আমিরাতের পর মোদিকে বাহরাইনের সর্বোচ্চ সম্মাননা

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যুতে ভারতের আভ্যন্তরীণ অস্থিরতা তৈরি হয়েছে। মোদির সমালোচনা করছেন বিশ্ব নেতারা। তাছাড়া এই ইস্যুতে মুসলিম বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে কয়েকটি দেশ। এমন অবস্থায় আমিরাত সফরে গেলে শনিবার দেশটির সর্বোচ্চ সম্মাননা পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই তিনি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাহরাইন সফরে গিয়েছেন। এই সফরে মোদিকে আমিরাতের মতো সর্বোচ্চ সম্মাননা দিয়েছে বাহরাইনও।
এই সফরে মোদিকে দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁস সম্মাননা দিয়েছে বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। এই সম্মাননা পাওয়ার পর মোদি জানিয়েছেন, ‘আমি অত্যন্ত সৌভাগ্যবান। সম্মানিত বোধ করছি। ১৩০ কোটি ভারতবাসীর হয়ে সম্মান গ্রহণ করছি। এটা ভারত-বাহরাইনের সুনিবিড় বন্ধুত্বের প্রতীক’।

বাহরাইনের সর্বোচ্চ সম্মাননা পাওয়ার কয়েক ঘণ্টা আগে মোদিকে ‘অর্ডার অব জায়েদ’ সম্মানে সম্মানিত করেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। আমিরাতের জনক শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের জন্মবার্ষিকীতে মোদিকে সম্মানিত করে দেশটি।

উল্লেখ্য, কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর এ বিষয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের চেষ্টা করছে পাকিস্তান। কাশ্মীর ইস্যুতে তবে ওআইসির বৈঠকে ভারতকে সমর্থন করে আমিরাত ও বাহরাইন।

প্রকাশ :আগস্ট ২৫, ২০১৯ ১:৪৯ অপরাহ্ণ