১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৩

শ্রীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দেশজনতা অনলাইন : মাগুরার শ্রীপুর উপজেলার সাচিলাপুর উত্তরপাড়া গ্রামে শনিবার (২৪ আগস্ট) সকালে পুকুরে ডুবে নাসিম শেখ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নাসিম ওই গ্রামের হালিম শেখের ছেলে। শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেন।শিশুটির মা নুরুন্নাহার জানান, শনিবার সকালে তার ছেলে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। দীর্ঘসময় পরও ফিরে না এলে খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাসিমকে মৃত ঘোষণা করেন।

 

প্রকাশ :আগস্ট ২৪, ২০১৯ ৬:৫৯ অপরাহ্ণ