২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১০:৫১

আকাশে মেঘ, স্বস্তির বৃষ্টির অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক:

রমজানের শুরু থেকে মেঘ-বৃষ্টিতে ভালোই সময় কেটেছে রোজাদারদের। তবে কয়েকদিন ধরে আবারও উষ্ণতা বাড়তে থাকায় রোজাদারদের কষ্ট বাড়তে থাকে।

অবশ্য শুক্রবার সকালের দিক থেকেই আকাশে মেঘ জমতে শুরু করেছে। আর আবহাওয়ার পূর্বাভাসও বলছে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে ফরিদপুর, মাঈজদী কোর্ট, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুমারখালী ও ভোলা অঞ্চলসহ রাজশাহী বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

দৈনিক দেশজনতা /এমএম
প্রকাশ :জুন ৯, ২০১৭ ৩:২৫ অপরাহ্ণ