১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৪

দুই বাড়ির মাঝে পরিষ্কারের দায়িত্ব সিটি করপোরেশনের না: আতিক

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে গুলশান-১ এর ফজলে রাব্বি পার্কে ডেঙ্গু প্রতিরোধে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চিরুনি অভিযান শুরুর আগে মেয়র এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা চিরুনি অভিযান শুরু করছি। প্রথম সাত দিন অভিযান চালানো হবে। এর ৭-১০ দিন পর আমরা আবার সেখানে যাবো। সেখানে গিয়ে যদি লার্ভা পাই তাহলে আমরা ফাইন করবো। তবে বিভিন্ন সরকারি বা বেসরকরি প্রতিষ্ঠান বা নির্মাণাধীন ভবনেও অভিযান চালানো হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা কেন আমাদের বসবাসের জায়গাটি পরিষ্কার করবো না?  সোমবার যে জায়গায় গিয়েছিলাম (মহাখালির পারটেক্স কার্যালয়ে) তার সামনের জায়গাটি খুব সুন্দর। কিন্তু ভেতরে তার চেয়ে বেশি অসুন্দর। সেখানে আমরা লার্ভা পেয়েছি, জরিমানা করেছি।’

মেয়র আতিক বলেন, ‘আমরাএকটি ওয়ার্ডকে ১০টি ভাগ এবং ১০টি সাব ব্লকে ভাগ করেছি। আমরা একটি চিরুনি অভিযান করবো। প্রতিদিন আড়াই ঘণ্টা অভিযান চালানো হবে। আমাদেরকে এডিস মশা থেকে বাঁচতে হলে জনগণকে নিয়ে কাজ করতে হবে। প্রাথমিকভাবে ডিএনসিসি’র ১৯ নম্বর ওয়ার্ডকে বেঁচে নেওয়া হয়েছে। আমার অনুরোধ অভিযান চালিয়ে যাওয়ার পর আপনারা ঘরে বসে থাকবেন না। আপনারও কাজ করবেন। ৫৪ জন কাউন্সিলরকে অনুরোধ করবো আপনারাও মাঠে নেমে পড়ুন।’

এসময় মেয়রের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই, সচিব রবিন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রকাশ :আগস্ট ২০, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ