দেশজনতা অনলােইন : ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস টাঙ্গাইলে লাইনচ্যুত হওয়ার ঘটনায় ট্রেনে ভয়াবহ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো যথাসময়ে স্টেশন ছেড়ে যেতে পারছে না। ফলে শনিবার বেশ কিছু ট্রেন বিলম্বে কমলাপুর ছাড়বে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রেন কখন আসবে এ নিয়ে অপেক্ষায় আছেন হাজারো যাত্রী।যাত্রীদের অনেকে প্লাটফর্মে পত্রিকা বিছিয়ে বসে আছেন। অনেকে এদিক-সেদিক হাঁটাহাঁটি করছেন। ট্রেন ছাড়তে দেরি হওয়ায় এভাবে প্লাটফর্মে সময় পার করছেন তারা।
গাইবান্ধায় যাওয়ার জন্য রংপুর এক্সপ্রেসে টিকিট নিয়েছেন রাকিব। কিন্তু ট্রেন আসতে দেরি করায় অত্যন্ত বিরক্ত তিনি। তিনি বলেন, ‘জানতাম ট্রেন লেট করবে। তারপরেও সময়মতো এসেছি। যদি আমার ট্রেন এসে পড়ে।’ ট্রেন না আসায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘দেরির তো একটা মাত্রা আছে। একটা ট্রেন যদি আট ঘণ্টা দেরি করে, তাহলে কী বলার আছে।’
চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী লিমন খান। স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন। তাদের ট্রেনটি আটটায় কমলাপুর ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এসে শোনেন আট ঘণ্টা দেরিতে ছাড়বে ট্রেন। তিনিও বিরক্ত হয়ে বলেন, ‘ট্রেনের দেরি কমন বিষয়। সব ঈদেই ট্রেন দেরি করে। তারপরও বাড়ি গিয়ে পৌঁছাতে পারলেই কোনো দুঃখ নেই।’ তাদের মতো হাজারো যাত্রী ট্রেনের জন্য অপেক্ষা করছেন।
এদিকে উত্তর ও পশ্চিমাগামী বেশ কয়েকটি ট্রেন শনিবার বিলম্বে ছাড়বে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। তার একটি তালিকাও দিয়েছে রেল কর্তৃপক্ষ। তালিকায় বলা হয়েছে, শনিবার কমলাপুর স্টেশন থেকে পশ্চিমাঞ্চলের অধিকাংশ ট্রেন দেরিতে ছাড়বে।
বেলা সোয়া ১১টার ‘লালমনিরহাট ঈদ স্পেশাল’ ট্রেন ১০ ঘণ্টা দেরিতে রাত সোয়া সাতটায় ঢাকা ছাড়বে। আট ঘণ্টা দেরি করবে ‘রংপুর এক্সপ্রেস’। সকাল নয়টার এই ট্রেন বিকাল পাঁচটায় কমলাপুর ছাড়বে।
সকাল আটটার চিলাহাটিগামী ‘নীলসাগর এক্সপ্রেস’ আট ঘণ্টা দেরিতে বিকাল চারটায় ছাড়বে। রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি সকাল সাড়ে ছয়টার পরিবর্তে ছয় ঘণ্টা দেরিতে দুপুর সাড়ে ১২টায় ছাড়বে।
খুলনাগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’পাঁচ ঘণ্টা দেরিতে বেলা ১১টা ২০ মিনিটে ছাড়বে। এছাড়াও পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন এক ঘণ্টার কম বিলম্বে ছাড়বে।
শুক্রবার রাজশাহীগামী সিল্কসিটি ও পদ্মা এক্সপ্রেস দেরি করে ছয় ঘণ্টা। চার ঘণ্টা দেরি করে রংপুর এক্সপ্রেস। সকাল ছয়টার রাজশাহীগামী ‘ধূমকেতু এক্সপ্রেস’ ঢাকা থেকে ছেড়ে যায় ১১টায়।