২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:৪০

ভর্তি জালিয়াতির অভিযোগে ঢাবির ৬৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। শৃঙ্খলা পরিষদের সদস্য সচিব প্রক্টর একেএম গোলাম রব্বানী এ তথ্য জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিভিন্ন মাধ্যমে ভর্তি জালিয়াতির অভিযোগের ভিত্তিতে ৬৯ শিক্ষার্থীর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি পরবর্তীতে সিন্ডিকেটে চূড়ান্ত হবে।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী  বলেন, ‘শৃঙ্খলা কমিটির সভায় ভর্তি জালিয়াতির অভিযোগে ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করা হয়েছে। একইসঙ্গে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না,এই মর্মে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।’

 

প্রকাশ :আগস্ট ৬, ২০১৯ ৬:০৭ অপরাহ্ণ