১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের ঘরোয়া উপায়

দেশজনতা অনলাইন : রাজধানীসহ সারা দেশে মহামারী রূপ নিয়েছে ডেঙ্গু। প্রতিদিনই ডেঙ্গুজ্বরে কেউ না কেউ মরা যাচ্ছে।তবে এডিস মশার বিস্তারের কারণেই ডেঙ্গু দ্রুত ছড়িয়ে পড়েছে।

তবে আমরা যদি একটু সচেতন হই এবং এই এডিস মশার উৎসস্থল ধ্বংস করি তবে খুব দ্রুত ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যাবে।

মশার লার্ভা সাধারণত স্থায়ী পানিতে দ্রুত ছড়িয়ে পড়ে।বাসার বারান্দায় রাখা গাছের টব, প্লাস্টিকের ব্যাগ, টিনের কৌটা, ডাবের খোসা, প্লাস্টিকের বোতলে পানি জমতে দেয়া যাবে না।

আসুন জেনে নেই ডেঙ্গু মশার লার্ভা ধ্বংসের ঘরোয়া উপায়-

১. অভিল অয়েল, ভেজিটেবল অয়েল, কেরোসিন তেল জমে থাকা পানিতে দিলে এডিস মশার লার্ভা ধ্বংস হবে।তবে এই তেল পুকুর কিংবা মাছ থাকে এমন জলাশয়ে ভুলেও ব্যবহার করবেন না।

২. কীটপতঙ্গ মারার জন্য এক ধরনের সাবান পাওয়া যায়। এ ছাড়া বাসন মাজার সাবান, শ্যাম্পু- সবই ব্যবহার করতে পারেন।

৩. ব্লিচিং পাউডার মশার লার্ভা ধ্বংসের জন্য কার্যকর।এক গ্যালন পানিতে এক চামচ ব্লিচিং পাউডার দিয়ে মশার লার্ভা ধ্বংস করতে পারেন।

এ ছাড়া এসি, টবের পানি নিয়মিত পরিষ্কার করুন। এ ছাড়া তুলসী, পুদিনা পাতার গাছ লাগলেন মশা তাড়াতে।

সূত্র : হাঙ্কার

প্রকাশ :আগস্ট ৫, ২০১৯ ৬:৩২ অপরাহ্ণ