১৫ই ডিসেম্বর, ২০২৫ ইং | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:২৯

যুক্তরাষ্ট্রে শপিংমলে গুলি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২৬ জন। হামলার পর সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

টেক্সাসের গভর্নরের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বেলা ১১টার দিকে রাজ্যের এল পাসোর সিয়েলো ভিস্তা শপিংমলে ওয়াল মার্ট স্টোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যম এল পাসো টাইমস জানিয়েছে, গুলিবিদ্ধ ১১ জনকে চিকিৎসার জন্য শহরের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে আনা হয়েছে।

উত্তর ক্যালিফোর্নিয়ায় একটি ফুড ফেস্টিভালে হামলার ছয় দিনের মধ্যে এল পাসোতে এ ঘটনা ঘটল। রাজ্যের গভর্নর নিহতের সংখ্যা ২০ বলে নিশ্চিত করেছেন।

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের অল্প কয়েক মাইল দূরে এল পাসোতে এ হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক শেতাঙ্গ যুবককে আটক করেছে পুলিশ। প্যাট্রিক ক্রুসিয়াস নামের ২১ বছরের ওই যুবক টেক্সাসের অ্যালেনের বাসিন্দা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় টেক্সাসের এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন।

এদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাদর জানিয়েছেন, নিহতের মধ্যে তিন মেক্সিকান রয়েছে। এছাড়া আহত হয়েছেন ছয়জন।

প্রকাশ :আগস্ট ৪, ২০১৯ ১২:২৪ অপরাহ্ণ