১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

রাজধানীতে ‍গলাকাটা লাশ উদ্ধার

দৈনিক দেশজনতা ডেস্ক:

রাজধানীর ভাটারার এক বাসা থেকে শাহীন আলম (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শাহীন আলম এর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়।
শুক্রবার ভোরে ভাটারা থানার নয়ানগর এলাকার একটি ৪তলা ভবনের নিচতলা থেকে শাহীনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন জানান, “শাহীন ওই বাসায় দীর্ঘদিন ধরে বড় ভাইয়ের সঙ্গে থাকতেন। ওই এলাকায় তাদের একটি প্রসাধনী সামগ্রীর দোকান রয়েছে।
“বড় ভাই সারারাত দোকানদারি শেষে করে ভোরে বাসায় ফিরে শাহীনকে গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।”
শাহীনকে বা কারা হত্যা করে থাকতে পারে জানতে চাইলে ওসি বলেন, “দুই ভাই প্রাসাধনী সামগ্রীর ব্যবসা ছাড়াও বিভিন্ন লোকজনকে টাকা ধার দিত, অর্থ্যাৎ সুদের ব্যবসা করত।“কেউ টাকা নিয়ে না দেওয়ার জন্য এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।” মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৯, ২০১৭ ১২:৩৬ অপরাহ্ণ