১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪০

সালমানকেই কৃতিত্ব দিলেন সোনাক্ষী

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। অভিনয় ক্যারিয়ার শুরুর আগে ফ্যাশন শোয়ের অডিয়েন্স ম্যানেজার হিসেবে কাজ করতেন তিনি। এরপর সালমান খানের পরামর্শের অভিনয় জগতে পা রাখেন।

তার বর্তমান শারীরিক ফিটনেস ও অভিনয়ে ক্যারিয়ারের পেছনে সালমানের কৃতিত্ব রয়েছে বলে জানান সোনাক্ষী। সম্প্রতি তার খানদানি সাফাখানা সিনেমার প্রচারে দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন এ অভিনেত্রী। সেখানেই এ কথা বলেছেন তিনি।

সোনাক্ষী সিনহা বলেন, ‘সালমান আমার কাছে আসে এবং আমাকে ওজন কমানোর পরামর্শ দেন, কারণ তিনি আমাকে তার সিনেমায় কাস্ট করতে চাইছিলেন। তিনি আমার কাছে এই সুখবরের জন্য ট্রিট চেয়েছিলেন। কিন্তু আমার কাছে শুধু ৩ হাজার রুপি ছিল। এজন্য তাকে নিয়ে বাহিরে যেতে আমার খুবই লজ্জা লাগছিল।’

২০১০ সালে সালমানের দাবাং সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখনে সোনাক্ষী। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। দাবাং সিরিজের তৃতীয় কিস্তিতেও দেখা যাবে তাকে।

এদিকে আগামীকাল মুক্তি পাচ্ছে সোনাক্ষীর খানদানি সাফাখানা। এতে আরো অভিনয় করেছেন— বরুণ শর্মা, অণু কাপুর, র‌্যাপার বাদশা প্রমুখ। এরপর ১৫ আগস্ট মুক্তি পাবে এ অভিনেত্রীর মিশন মঙ্গল সিনেমাটি। এই সিনেমাটিতে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসী পান্নু প্রমুখ।

 

প্রকাশ :আগস্ট ১, ২০১৯ ১২:৩৩ অপরাহ্ণ