আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নোপ্রদেশে একটি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৬৫
আইনশৃঙ্খলা রক্ষাকারীদের ধারণা, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের গুলিতে শেষকৃত্যে যোগ দেয়া লোকজনকে হত্যা করেছে। খবর বিবিসি, সিএনএন ও আলজাজিরার।
এ সময় ঘটনাস্থলে ২১ এবং পালাতে গিয়ে আরও ৪৪ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় শনিবার ওই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বোর্নোপ্রদেশের রাজধানী মাইদুগুরির কাছে একটি গ্রামে শেষকৃত্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই সময় মোটরসাইকেল ও ভ্যানে করে বেশ কয়েকজন বন্দুকধারী ঘটনাস্থলে উপস্থিত হয়।
ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে ২১ জনের মৃত্যু হয়। অন্যদিকে হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে আরও ৪৪ জন নিহত হন।
ওই এলাকায় ইসলামী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের উৎপাত বেড়ে গেছে। সম্প্রতি তারা সেখানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকারি কর্মকর্তা মোহাম্মদ বুলামা বলেন, দুই সপ্তাহ আগে গ্রামবাসীর হাতে বোকো হারামের ১১ সদস্য নিহত হয়েছিলেন। ওই ঘটনার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি। তিনি নৌবাহিনী ও সেনাবাহিনীকে এ হামলার পেছনে দায়ীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন।
শুধু নাইজেরিয়াতেই নয়, বরং প্রতিবেশী চাদ, নাইজার ও ক্যামেরুনেও সক্রিয় রয়েছে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

