১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৮

শুটিংয়ে গুরুতর আহত বাপ্পি

বিনোদন প্রতিবেদক : চিত্রনায়ক বাপ্পি চৌধুরী শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার গাজীপুর জাতীয় উদ্যানে ‘ডেঞ্জার জোন’ চলচ্চিত্রের একটি ঝুঁকিপূর্ণ শট নিতে গিয়ে অজ্ঞান হয়ে যান তিনি।

চলচ্চিত্রের পরিচালক বেলাল সানি জানান, ক্রেনের হেঁচকা টানে শূন্য থেকে আছড়ে পড়েন বাপ্পি। এতে তিনি অজ্ঞান হয়ে যান।

বেলাল সানি বলেন, ‘আজ দুপুর ১টার দিকে একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে বাপ্পি ক্রেন থেকে পড়ে যান। দৃশ্যটি ছিল- জাদুর কারণে উড়ে যাবেন বাপ্পী। কিন্তু কোমরে বাঁধা সুতোর টান এতটাই জোরে হয়েছিল যে তার ঘাড় বাঁকা হয়ে নিচের দিকে চলে যায়। গাছের সঙ্গেও ধাক্কা লাগে। এতে বাপ্পির মাংসপেশিতে টান লাগে। তিনি অজ্ঞান হয়ে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন বিশ্রামে আছেন।’

বেলাল সানি পরিচালিত ডেঞ্জার জোন চলচ্চিত্রে আরো অভিনয় করছেন জলি, ডিজে সোহেল, অঞ্জলি সাথি, সীমান্ত, শামীম, রাজু সরকার প্রমুখ।

প্রকাশ :জুলাই ২৪, ২০১৯ ৬:০০ অপরাহ্ণ