টস জিতে কেন উইলিয়ামসন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও তা যে শতভাগ ফলদায়ী হবে এমনটা স্বীকার করতে পারলেন না। তিনি জানান, ‘কঠিন সিদ্ধান্ত। টস জিতে শুরুতে ব্যাট নেওয়ার মতো উইকেট। কিন্তু মেঘলা পরিস্থিতিতে এখন সব কিছু ফিফটি-ফিফটি।’ ইংল্যান্ড অধিনায়কও জানালেন তেমনটা। তবে টস হারায় হতাশ নন বলে জানান তিনি।
আজ যেই জিতবে ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসটা নতুন করে লিখবে। প্রথমবার নতুন কোনও চ্যাম্পিয়নকে পেতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।
ক্রিকেট সবশেষ নতুন চ্যাম্পিয়ন দেখেছে ১৯৯৬ সালে, অস্ট্রেলিয়াকে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা। এরপর ঘুরেফিরে পুরোনোরা ফিরে পেয়েছে শ্রেষ্ঠত্ব। গত দুই দশকে তো ৫ আসরের চারটিই জিতেছে অস্ট্রেলিয়া, একবার ভারত। এবার দুই দলকেই সেমিফাইনালে বিদায় দিয়েছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্ট।
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

