২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২৭

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বৌলাই নদীতে।

নিহতরা হলেন মানিকখিলা গ্রামের মিরাজ আলীর ছেলে হারিদুল এবং হারিদুলের ছেলে তারা মিয়া।

দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকখিলা গ্রামের বাসিন্দা শাহাব উদ্দিন ও একই গ্রামের বাসিন্দা মোফাজ্জল মিয়া জানান, শনিবার সকালে একটি ছোট নৌকায় বাবা-ছেলে বৌলাই নদীতে মাছ ধরতে যায়। পৌনে নয়টার দিকে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বাবা-ছেলে নিহত হয়।

তাহিরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায় বলেন, মানিকখিলা গ্রামে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রকাশ :জুলাই ১৩, ২০১৯ ২:৩৩ অপরাহ্ণ