১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:১৯

তলিয়ে যাচ্ছে চট্টগ্রাম

 চট্টগ্রাম প্রতিনিধি  : প্রবল বর্ষণে তলিয়ে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম।

শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি অব্যাহত থাকায় শনিবার বেলা ১১টা পর্যন্ত মহানগরীর প্রায় সব সড়কেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। প্রতিটি সড়কে কোথাও হাঁটুজল কোথাও কোমর সমান পানি। ভয়াবহ জলাবদ্ধতায় দুর্ভোগ আর গৃহবন্দি নগরবাসী।

শনিবার সকাল থেকে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, বহদ্দার হাট, মুরাদপুর, দুই নম্বর গেইট, জিইসি, দামপাড়া ওয়াসা, চকবাজার, পাঁচলাইশ কাতালগঞ্জ, খুলশি রেলগেইটসহ প্রায় সব এলাকাতেই ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় মহানগরীর প্রধান সড়ক এশিয়ান হাইওয়ের বহদ্দার হাট থেকে আগ্রাবাদ পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে আগ্রাবাদ এক্সেস রোড, বহদ্দারহাট, বাদুরতলা, কাপাস গোলা সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কে কোনো গাড়ি চলছে না।

এদিকে নগরীর চকবাজার, মুরাদপুর, দুইনম্বর গেইট ও আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার প্রতিটি বাড়ির নিচতলায় পানি ঢুকেছে। পানি ঢুকেছে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে।

এদিকে টানা বর্ষণের ফলে সকাল সোয়া ১১টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামি থানার আরেফিন নগরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক বাসার দুই ব্যাক্তি আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিস তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়।

চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের কর্মকর্তা আবদুল হান্নান জানান, চট্টগ্রামে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকবে বলে আবহাওয়া বার্তায় জানানো হয়েছে। নগরীতে পাহাড় ধসেরও আশঙ্কা প্রকাশ করা হয় সতর্ক বার্তায়।

প্রকাশ :জুলাই ১৩, ২০১৯ ১:৪৮ অপরাহ্ণ