দেশজনতা অনলাইন : ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি ফ্লাইট। বিমানবন্দরের ব্যবস্থাপক সরওয়ার-ই-জামান এ তথ্য জানিয়েছেন। ফিরে যাওয়া তিনটি ফ্লাইটের মধ্যে দুটি আন্তর্জাতিক ও একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিল বলে তিনি জানান।
সরওয়ার-ই-জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বেলা ২টার দিকে ঢাকা থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট শাহ আমানত বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে এটি অবতরণ করতে পারেনি। পরে এটি কক্সবাজার বিমানবন্দরের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। এর আগে কলকাতা থেকে চট্টগ্রাম আসা বিমান বাংলাদেশের একটি এবং রিজেন্ট এয়ারওয়েজের আরেকটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। এ দুটি ফ্লাইটও বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। ফ্লাইট দু’টি ঢাকার উদ্দেশে ফিরে যায়।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বিমানবন্দরের পরিস্থিতি ঠিক রয়েছে। নিয়মিত ফ্লাইট উঠা-নামা করছে।’