১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৪৬

এইচএসসির ফল ১৭ জুলাই

দেশজনতা অনলাইন : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ১৭ জুলাই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও  ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সোমবার (৮ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন।।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, ওইদিন সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের অনুলিপি তুলে দেওয়া হবে।

পরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

রেওয়াজ অনুযায়ী শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান ফল প্রকাশের দিন ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রীর হাতে। এরপর প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেবেন শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ১ এপ্রিল  শুরু হয়ে  শেষ হয় মে মাসে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে এবার মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।

প্রকাশ :জুলাই ৮, ২০১৯ ৩:০৫ অপরাহ্ণ