২৫শে নভেম্বর, ২০২৪ ইং | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:৫৬

ফ্লাইওভার থেকে ছিটকে পড়ল বাস, নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের আগ্রায় একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে গেলে অন্তত ২৯ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে।

রোববার দিবাগত রাত সোয়া ৪টার দিকে বাসটি যমুনা এক্সপ্রেসওয়েতে পাশাপাশি দুই ফ্লাইওভারের মাঝে নিচে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

উত্তর প্রদেশ পুলিশ জানিয়েছে, ইতমাদপুরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ফ্লাইওভার থেকে ছিটকে ১৫ ফুট নিচে পড়ে যায়। দ্বিতল বাসটি ৫০ যাত্রী নিয়ে লক্ষ্ণৌ থেকে দিল্লি যাচ্ছিল।

২০ যাত্রীকে উদ্ধার করার কথা জানিয়েছে রাজ্য পুলিশ। এখনো উদ্ধারকাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বাসচালকের ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে বাসটি নিচে নালায় পড়ে যায়।

দুর্ঘটনার খবরে সমবেদনা প্রকাশ করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। তিনি নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া আহতদের যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন।

প্রকাশ :জুলাই ৮, ২০১৯ ১:৪৫ অপরাহ্ণ