২১শে জানুয়ারি, ২০২৬ ইং | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:১৭

বিচারকদের নামের আগে ‘ডক্টর’ ‘ব্যারিস্টার’ পদবি ব্যবহারে হাইকোর্টের নিষেধাজ্ঞা

দেশজনতা অনলাইন : নিম্ন আদালতের জজ বা ম্যাজিস্ট্রেটদের নামের আগে ‘ডক্টর’, ‘ব্যারিস্টার’ বা অন্য কোনও পদবি না লেখার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

রবিবার (৭ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এসময় আদালতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ। পরে তিনি  বলেন, ‘ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আক্তারুজ্জামানের একটি আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন নিয়ে এসেছিলেন আকরাম উদ্দিন নামে একজন আইনজীবী। আজ (রবিবার) ওই আবেদনের শুনানির সময় আদালত দেখতে পান—  বিচারকের নামের আগে ডক্টর পদবি লেখা আছে। তখন আদালত স্বপ্রণোদিত হয়ে আদেশ দেন— নিম্ন আদালতের কোনও বিচারক বা ম্যাজিস্ট্রেট তাদের নামের আগে ডক্টর, ব্যারিস্টার বা অন্য কোনও পদবি লিখতে পারবেন না।’

প্রকাশ :জুলাই ৭, ২০১৯ ২:৫৫ অপরাহ্ণ