৪ঠা ডিসেম্বর, ২০২৪ ইং | ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:০৭

বসছে এক লাখ প্রিপেইড মিটার, বিভ্রান্তিতে গ্রাহকরা!

দেশজনতা অনলাইন : আগামী ডিসেম্বরের মধ্যে গাজীপুরে এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের জন্য জেলা পল্লী বিদ্যুৎ সমিতি-১ কে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। বছরের প্রথমার্ধে, ইতোমধ্যেই প্রায় ৫০ হাজার মিটার স্থাপন করা হয়েছে। বাকি ৫০ হাজার মিটার স্থাপনের কাজ এগিয়ে চলছে। তবে প্রিপেইড মিটার বসানো নিয়ে বিভ্রান্তি কাজ করছে গ্রাহকদের অনেকের মধ্যে। বিদ্যুৎ বিল বেশি আসাসহ নানা রকম অভিযোগ রয়েছে তাদের। তবে অচিরেই এসব অভিযোগের সমাধান করা হবে বলে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পক্ষ থেকে জানানো হয়েছে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে প্রথমে পাঁচ হাজার গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। বিদ্যুতের অপচয় রোধ, বিদ্যুৎ ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতির প্রবর্তন ও সরকারের রাজস্ব আদায় বৃদ্ধির পরিকল্পনায় পরের অর্থবছরে (২০১৭-১৮) তারা আরও পাঁচ হাজার গ্রাহককে প্রিপেইড মিটার সংযোগ প্রদান করেন। ২০১৮-১৯ অর্থবছরের শেষ অবধি মোট ৫০ হাজার প্রিপেইড মিটার স্থাপন করা সম্ভব হয়। আগামী ডিসেম্বর পর্যন্ত আরও ৫০ হাজার মিটার স্থাপন করা হবে।

২০২৫ সালের মধ্যে দেশে দুই কোটি গ্রাহকের মধ্যে প্রিপেইড মিটার স্থাপনের সরকারি পরিকল্পনার অংশ হিসেবে গাজীপুরে এসব মিটার স্থাপন করা হচ্ছে।

গ্রাহকদের যত অভিযোগ:

প্রচলিত পোস্টপেইড অ্যানালগ বা ডিজিটাল মিটারের চেয়ে নতুন পদ্ধতির প্রিপেইড মিটারে বিদ্যুতের বিল বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। এছাড়াও সেবাজনিত বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হতে হয়ে বলেও অভিযোগ তাদের। কিছুদিন আগে শ্রীপুরের মাওনাতে মানব বন্ধন ও কালিয়াকৈরে বিদ্যুত অফিস ঘেরাও কর্মসূচি পালন করে প্রতিবাদ জানিয়েছে তারা।

গ্রাহকরা বলছেন, রিচার্জের জন্য পর্যাপ্ত স্টেশন না থাকায় বিদ্যুৎ অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করে প্রিপেইড মিটারের টাকা রিচার্জ করতে হয়। এছাড়া মিটার স্থাপনের পর প্রতি মাসে আগের চেয়ে বেশি পরিমাণ মিটার ভাড়া কাটা হচ্ছে। আগে যেখানে মাসে ১০ টাকা মিটার ভাড়া দিতে হতো, এখন দিতে হয় ৪০ টাকা।

এদিকে অগ্রিম রিচার্জ সিস্টেমের কারণে চাকরীজীবী বা ভাড়াটিয়ারাও সমস্যায় পড়ছেন।

গ্রাহকরা বিভ্রান্তিতে আছেন বলে দাবি বিদ্যুৎ বিভাগের:

তবে গ্রাহকদের অভিযোগ সত্য নয় বলে দবি করছে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ। তারা বলছে, নতুন গ্রাহকদের মধ্যে নানা রকমের বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে।

পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, নতুন সিস্টেমে বেশি বিল কেটে নেওয়ার কোনও সুযোগ নেই। গ্রাহকরা যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন, বিল সেই পরিমাণই আসবে। নানা অসচেতনতার কারণে কিছু গ্রাহক সমস্যায় পড়লেও অধিকাংশ গ্রাহকরা নতুন পদ্ধতিতে সন্তুষ্ট। নতুন একটি সিস্টেম চালু করতে গেলে প্রাথমিক অবস্থায় কিছু সমস্যা থাকলেও পুরো সিস্টেমে গ্রাহক প্রতারিত হওয়ার কোনও সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

যেসব গ্রাহক সমস্যার সম্মুখীন হচ্ছেন, সমিতির লোকজন তাৎক্ষণিকভাবে সেসব সমস্যা চিহ্নিত করে সমাধান করে দিচ্ছেন বলেও দাবি করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।

যেসব কারণে বিভ্রান্তি:

পোস্ট-পেইডের তুলনায় প্রিপেইড মিটারে বিল বেশি আসার কোনও কারণ নেই, তবে টেকনিক্যাল কিছু কারণে বিল বেশি আসতে পারে বলেও জানিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল। তিনি বলেছেন, গ্রাহকের বাসা বাড়ির ওয়ারিং-এ কোনও ত্রুটি থাকলে বিল বেশি আসতে পারে। যেসব কারণে বিল বেশি আসার সম্ভাবনা থাকে, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তারা গ্রাহকদের সে ব্যাপারে অবহিত করে থাকেন। গ্রাহকরা এসব সমাধান করলে প্রকৃত বিলই আসবে।

অতিরিক্ত বিলের কারণ হিসেবে তিনি আরও বলেন, গ্রাহকের বাসার ওয়্যারিং এ যদি ত্রুটি থাকে এবং নিউট্রাল লাইন যদি কমন থাকে, তবে সেই লাইনের বিল যোগ হবে। ফলে বিল বেশি দেখাবে। কোনও বহুতল ভবনের সব নিউট্রাল যদি এক থাকে; আর্থিং এর তার, আইপিএস এর নিউট্রাল, সোলারের নিউট্রাল, জেনারেটরের নিউট্রাল, চেঞ্জওভার এর নিউট্রাল যদি মেইন সুইচের নিউট্রালের সঙ্গে থাকে এবং কোনও সাইট কানেকশনের নিউট্রাল যদি লোড সাইটের নিউট্রালে থাকে, তবে বিল বেশি আসতে পারে।

অতিরিক্ত মিটার ভাড়া প্রসঙ্গে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার যুবরাজ চন্দ্র পাল জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ভোক্তা অধিকার আইন অনুযায়ী মিটার ভাড়া ৪০ টাকা নির্ধারণ করেন। প্রকৃতপক্ষে এটি বেশি নয়। কারণ, একটি অ্যানালগ বা ডিজিটাল মিটারের দাম পাঁচশ’ থেকে এক হাজার টাকা। আর এর ভাড়া নেওয়া হতো ১০ টাকা। অন্যদিকে একটি প্রিপেইট মিটারের দাম ছয় হাজার টাকা, এর ভাড়া নেওয়া হচ্ছে ৪০ টাকা। আর মাসে একবার প্রতি কিলোওয়াটে ডিমান্ড চার্জ নেওয়া হয় মাত্র ২৫ টাকা। এর বাইরে আর কোনও চার্জ নেই। ফলে অতিরিক্ত চার্জ কেটে নেওয়ার যে অভিযোগ গ্রাহকদের, তার কোনও ভিত্তি নেই।

প্রিপেইড মিটার রিচার্জের প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রথম অবস্থায় আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল, বর্তমানে সমস্যা নেই। গ্রাহকরা এখন বাড়িতে বসেও নির্ধারিত অ্যাপস এর মাধ্যমে রিচার্জ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া ২০টি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে, যার মধ্যে ১৪টি ব্যাংক ইতোমধ্যে গ্রাহকদের বিনামূল্যে রিচার্জ করার সুযোগ দিচ্ছেন। বাকি ব্যাংকগুলিও অচিরেই শুরু করবে। এছাড়া রবি, এয়ারটেল ও গ্রামীণ ফোনের মাধ্যমেও গ্রাহকরা রিচার্জ করতে পারবেন।’

প্রকাশ :জুলাই ৭, ২০১৯ ১২:২৮ অপরাহ্ণ