২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৪৭

সৌদিতে পৌঁছেছেন ৭১৫৬ বাংলাদেশি হজযাত্রী

দেশজনতা অনলাইন : পবিত্র হজ পালনে সৌদি আরবে পৌঁছেছেন ৭ হাজার ১৫৬ জন বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ৬৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪৯১ জন সেখানে গেছেন।

হজের খোঁজখবর রাখা ও তদারকির উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় স্থাপিত আইটি হেল্প ডেস্ক এ তথ্য জানিয়েছে।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৭টা পর্যন্ত বাংলাদেশ থেকে ২১টি হজ ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১০টি।

শুক্রবার রাত পর্যন্ত অনলাইন যাচাই-বাছাই সাপেক্ষে ভিসা ইস্যু হয়েছে ৪৩ হাজার ৯৩৮ জনের। স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ১ লাখ ৭ হাজার ৮৬০ জন হজযাত্রীর।

এদিকে, বাংলাদেশ বিমান সূত্র জানিয়েছে, আজ বিমান ও সৌদি এয়ারলাইন্স যথাক্রমে ১৬টি হজ ফ্লাইট পরিচালনা করবে। এসব ফ্লাইটে ৬ হাজার ৮৬৭ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। বিমানের সাতটি ফ্লাইটে ২ হাজার ৬১২ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। অপরদিকে, সৌদি এয়ারলাইন্সের নয়টি ফ্লাইট পরিবহন করবে ৩ হাজার ২৫৫ জন হজযাত্রী।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন বাংলাদেশি হজ করতে সৌদি আরব যাবেন।

প্রকাশ :জুলাই ৬, ২০১৯ ৭:০৫ অপরাহ্ণ