১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৬

টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপের লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-শ্রীলঙ্কা। লিডসে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

বিকেল সাড়ে তিনটায় শুরু হয়েছে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করছে বিটিভি, মাছরাঙা টিভি, স্টার স্পোর্টস ওয়ান ও টু।

শ্রীলঙ্কা দলে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। জেফারি বন্দরসের পরিবর্তে একাদশে এসেছেন থিসারা পেরেরা। অন্যদিকে ভারত দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। যুজবেন্দ্র চাহালকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে খেলছেন কুলদীপ যাদব। অন্যদিকে মোহাম্মদ শামিকে বিশ্রাম দিয়ে একাদশে নেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে ভারতের জন্য সুযোগ থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে যাওয়া। তবে সেটা নির্ভর করবে অস্ট্রেলিয়ার হারের উপর।

প্রকাশ :জুলাই ৬, ২০১৯ ৫:২৪ অপরাহ্ণ