১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৪

ব্রাহ্মণবাড়িয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: কসবা উপজেলার মেহারি ইউনিয়ন পরিষদের সদস্য মো. শওকত হোসেন জসিমকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) রাত সাড়ে আটটার দিকে তার ওপর হামলার ঘটনা ঘটে। রাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের পরিবারের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শওকতের মেয়ে জিদনী আক্তার জানান, শুক্রবার দুপুরে তার বাবা বাড়ি থেকে বের হন। রাত সোয়া আটটার দিকে তিনি বাড়ি আসছেন বলে ফোনে জানান। রাত সাড়ে ৯টার দিকে তারা খবর পান- শওকতের ওপর হামলা করা হয়েছে। খোঁজাখুঁজির পর যুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় আহত অবস্থায় শওকতকে উদ্ধার করা হয়। প্রথমে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়।
তিনি বলেন, ‘আমার বাবা মারা যাওয়ার সময় হত্যাকারীদের নাম বলে গেছেন। জাকির, মোরশেদ, জসিম, ফরহাদসহ আরও কয়েকজন তাকে হত্যা করেছে। পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। বাবার হত্যাকারীদের বিচার চাই।’
কসবা থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুল ইসলাম বলেন, আক্রান্ত হওয়ার পরপরই শওকত হোসেনকে থানায় আনা হয়। রাত আড়াইটার দিকে তিনি মারা যান বলে খবর পেয়েছি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশ :জুলাই ৬, ২০১৯ ১২:০৫ অপরাহ্ণ