১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৮

একাদশে ভর্তি বিড়ম্বনা : ফের আবেদনের সুযোগ

দেশজনতা অনলাইন : একদাশ শ্রেণিতে অনলাইন কার্যক্রমের ত্রুটি, মাইগ্রেশন, ম্যাসেজিং কিংবা কোটা পদ্ধতি- এমন অনেক ভুলের বিড়ম্বনায় পড়েছে একাদশে ভর্তিচ্ছুরা। বিষয়টি নিয়ে শিক্ষার্থী অভিভাবক সকলে দৌড়ঝাঁপ করছেন বোর্ডে।

শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, প্রতিবছর অনলাইনে প্রতিবন্ধী কোটায় আবেদনের সুযোগ দিলেও এ বছর দেয়নি। আবার মাইগ্রেশনে এক কলেজ দেখালেও সেখানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। এডুকেশন কোটায় আবেদনের পর ভর্তির সময় বলা হচ্ছে বাবাকে নূন্যতম কলেজ শিক্ষক হতে হবে। কলেজে গেলে বলা হচ্ছে বোর্ডে যান, আবার বোর্ড থেকে বলা হচ্ছে কলেজে যান।

বিষয়টি আমলে নিয়ে চতুর্থ দফায় বিশেষ বিবেচনায় ভর্তির সুযোগ রাখছে শিক্ষাবোর্ড।

শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।

তিনি বলেন, ‘মূলত শিক্ষার্থীদের ভুলের কারণেই এ জটিলতা সৃষ্টি হয়েছে। যেসব শিক্ষার্থী বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি বা ভর্তির আবেদন করতে পারেনি তাদের ভর্তির সুযোগ দিতে চতুর্থ দফায় আবেদনের সুযোগ দেওয়া হবে। দুই এক সপ্তাহের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে চতুর্থ ধাপের আবেদন চাওয়া হবে। আশা করছি ভর্তি বঞ্চিতরা চতুর্থ দফায় ভর্তি হতে পারবে।’

ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের চেয়ারম্যান জিয়াউল হক বলেন, ‘যারা বাদ পড়েছেন তাদের জন্য আমরা পুনরায় ব্যবস্থা নেবো। সেটি এ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই হবে।’

প্রকাশ :জুলাই ২, ২০১৯ ৭:৩১ অপরাহ্ণ