২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১৭

ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল কেনা যাবে না

দেশজনতা অনলাইন: আগামী ১ সেপ্টেম্বর থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ মোটরসাইকেল কিনতে পারবে না।

সোমবার এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

দেশে মোটরসাইকেল কেনা-বেচার ক্ষেত্রে নতুন নিয়ম চালুর নির্দেশ দিয়ে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০১৯ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানভাবে মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

প্রকাশ :জুলাই ১, ২০১৯ ৬:০৬ অপরাহ্ণ