১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৮
LONDON, ENGLAND - JUNE 15: Dimuth Karunaratne of Sri Lanka batting during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Sri Lanka and Australia at The Oval on June 15, 2019 in London, England. (Photo by Andy Kearns/Getty Images)

টস হেরে ব্যাট করছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে আজ দিনের একমাত্র ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ ১ ওভারে বিনা উইকেটে ৩ রান।

দুই দলেরই বিদায় হয়ে গেছে। সুতরাং, এটি তাদের নিয়মরক্ষার ম্যাচ। দুই দলই আজ তাদের অষ্টম ম্যাচ খেলতে মাঠে নেমেছে। সাত ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে সপ্তম অবস্থানে আছে শ্রীলঙ্কা। সাত ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ।

শ্রীলঙ্কা একাদশ: করুণারত্নে (অধিনায়ক), কুশল পেরেরা (উইকেটরক্ষক), অভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস, ম্যাথুজ, থিরিমান্নে, ধনঞ্জয়া ডি সিলভা, উদানা, ভ্যান্দেরসে, রাজিথা, মালিঙ্গা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: গেইল, আমব্রিস, হোপ (উইকেটরক্ষক), পুরান, হেটমায়ার, ব্র্যাথওয়েট, হোল্ডার (অধিনায়ক), অ্যালেন, কটরেল, থমাস, গ্যাব্রিয়েল।

প্রকাশ :জুলাই ১, ২০১৯ ৪:১১ অপরাহ্ণ