১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:২১

২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার নতুন পাড়া এলাকা থেকে ২০ হাজার ইয়াবাসহ দুই ‘মাদক বিক্রেতাকে’ গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আনোয়ার হোসেন (৪৪) ও মহিবুল্লাহ ওরফে মাহবুব (৫৫)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।

বায়েজিদ বোস্তামী থানার ওসি বলেন, দেখে মনে হচ্ছে তারা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ভোরে নতুন পাড়া এলাকায় ব্যাগ নিয়ে অবস্থান করার সময় পুলিশ তাদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে। টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ভোরে চট্টগ্রামে আসার পর সেগুলো নিয়ে হাটহাজারিতে যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান।

দৈনিক দেশজনতা /এমএম

প্রকাশ :জুন ৮, ২০১৭ ৮:১৮ অপরাহ্ণ