১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০৭

রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে: রেজাউল করিম

দেশজনতা অনলাইন : গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজউককে একটি ইমেজের জায়গায় আনার জন্য চেষ্টা করছি। শরীরের কোনও স্থানে সমস্যা হলে অপারেশন করতে হয়, তখন একটু কষ্ট হয়। বৃহৎ স্বার্থে অপারেশন করতে হয়। ভুল যার যার আছে তাকে শোধরাতে হবে। রাজউক থেকে দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে রাজউক ভবনে সংস্থার সেবা সপ্তাহের সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক আলোচন সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এত পরিশ্রমের রাজউক ১/২ জন ব্যক্তির জন্য নষ্ট হয়ে যাবে, তা হবে না। দুর্নীতিবাজদের বের করে দেওয়া হবে। বর্তমানে রাজউকে ব্যাপক পরিবর্তনের জোয়ার এসেছে।’

শ ম রেজাউল করিম  বলেন, ‘রাজউককে বিকেন্দ্রীকরণ করার পরিকল্পনা রয়েছে। এতে মানুষ সাধারণ মানুষ সহজে সেবা পাবে।’

রাজউক চেয়ারম্যান ড. সুলতান আহমদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন— ইনিস্টিটিউট অব আর্কিটেক্টের সভাপতি জালাল আহমেদ ও ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্সের সভাপতি প্রকৌশলী মো.আব্দুস সবুর প্রমুখ।

প্রকাশ :জুন ২৭, ২০১৯ ৪:০০ অপরাহ্ণ