২০শে জানুয়ারি, ২০২৬ ইং | ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:৫৯

ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ

দেশজনতা অনলাইন : ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বৃহস্পতিবার তিনি এই নির্দেশ দেন। নির্দেশনা দেওয়ার পর বেশ কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, ২০১৭ সালের আগে যারা ডেপুটি ও সহকারী আটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। মন্ত্রী বলেছিলেন, তাদের (ডেপুটি অ্যাটর্নি জেনারেল) পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। মন্ত্রীর বক্তব্যে একদিন পরই সব অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ দেন অ্যাটর্নি জেনারেল।

প্রকাশ :জুন ২৭, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ