১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫৪

ডিআইজি মিজান বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

দুদক কর্মকর্তাকে ঘুষ দেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নানা ঘটনায় আলোচিত-সমালোচিত পুলিশের ডিআইজি মিজানকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রপতির দফতরে পাঠানো চিঠিতে অনুমোদনের পরই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া মিজানুর রহমানের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। কিন্তু এই তদন্ত করতে গিয়ে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাছির ৪০ লাখ টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন মিজানুর রহমান। তার ঘুষ দেয়ার প্রমাণ মেলার পরই এই বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রকাশ :জুন ২৬, ২০১৯ ১০:০৭ পূর্বাহ্ণ