১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:০৫

দেশে ফিরে প্রশ্নবাণে সাংসদ নুসরাত

বিনোদন ডেস্ক: ‘আমরা কলকাতায় ফিরলাম। ভীষণ ভালো লাগছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। বড়দের আশীর্বাদ সঙ্গে আছে। নতুন জীবনের জন্য সকলের আশীর্বাদ চাই।’ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কলকাতায় ফিরেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। এ সময় এয়াপোর্টে এসব কথা বলেন তিনি।

কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ও তার স্বামী নিখিল জৈনকে বরণ করে নেন তাদের আত্মীয়স্বজন আর বন্ধুরা। তবে এ সময় বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন নব নির্বাচিত সাংসদ নুসরাত। কারণ গত ৮ জুন, পতাকা খোলাকে কেন্দ্র করে নুসরাতের নির্বাচনী এলাকা বসিরহাটের সন্দেশখালির ন্যাজাটে তৃণমূল ও বিজেপির সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন তৃণমূল ও দুজন বিজেপি কর্মী নিহত হন। এ বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা বিরক্ত প্রকাশ করেন এই নায়িকা। এ সময় নুসরাত জাহান বলেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে। আমি প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি।’

গত ১৯ জুন, তুরস্কের বোদরুমে দীর্ঘদিনের প্রেমিক নিখিল জৈনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন নুসরাত। বোদরুমের সিক্স সেন্সেস কাপলাঙ্কায়া রিসোর্টে হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়ে হয়েছে বর ও কনে—দুই পক্ষের প্রথা মেনে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধু ছাড়াও টলিউড থেকে উপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।

গত ১৪ জুন, নুসরাতের কলকাতার বাড়িতে তার গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। বোদরুমে যাওয়ার পর গত ১৭ জুন অনুষ্ঠিত হয়েছে ইয়ট পার্টি। গত মঙ্গলবার মেহেদি ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়ের দিন সকালে আবারো হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ অনুষ্ঠিত হবে হোয়াইট ওয়েডিং। ৪ জুলাই অনুষ্ঠিত হবে বিবাহোত্তর সংবর্ধনা। এরপর ইউরোপের কোনো একটি দেশে মধুচন্দ্রিমার জন্য উড়াল দিবেন এই জুটি।

 

প্রকাশ :জুন ২৪, ২০১৯ ৪:০১ অপরাহ্ণ